খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

প্রথমবারের মতো সতর্ক করলেন বিক্রেতাদের

লিচু কিনতে গিয়ে গণনায় কম পেলেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক |
০২:৩৭ এ.এম | ০৯ মে ২০২৫


নগরীর হেলাতলায় লিচু কিনতে গিয়ে বিক্রেতাদের সতর্ক করে এবারের মতো ক্ষমা করলেন খুলনার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আকরাম হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত বুধবার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আকরাম হোসেন নগরীর হেলাতলায় লিচু কিনতে যান। এ সময় তার সন্দেহ হয় যে এক মুঠোয় ৫০টি লিটু নেই। তবে বিক্রেতা বলে ঠিক আছে। তখন কয়েকটি লিচুর মুঠো গুণে এক এক মুঠোয় ৩৫, ৩৮ ও ৩৩ এর বেশি লিচু পাওয়া যায়নি। তখন সিএমএম-এর সাথে উপস্থিত ছিলেন বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন। এমন অপরাধে লিচু বিক্রেতাদেরকে বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক সাজা এবং জরিমানা প্রদান করতে চান। তবে লিচু বিক্রেতারা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-এর নিকট ক্ষমা চাইলে তাদেরকে প্রথমবারের মতো মাপ করে দিয়ে সতর্ক করে দেন। 
 

্রিন্ট

আরও সংবদ