খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ডুমুরিয়ায় ৩ বছরের শিশু ধর্ষণের শিকার অভিযুক্তকে গণধোলাই, পুলিশে সোপর্দ

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:৩৭ এ.এম | ০৯ মে ২০২৫


ডুমুরিয়ায় ৩ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা-কুশারহুলা গ্রামে। এ ঘটনায় সম্পৃক্ত উজ্জ্বল গাইনকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা এবং ভুক্তভোগী ওই শিশু খুমেক হাসপাতালে ভর্তি আছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা-কুশারহুলা গ্রামের মৃত বিকাশ গাইনের ছেলে উজ্জ্বল গাইন (৪৫) মাস খানেক ধরে পাশের বাড়ির এক শিশুর ওপর কু-দৃষ্টি দিয়ে আসছিল। এরই মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি বাড়িতে খেল ছিল। এই সুযোগে উজ্জ্বল গাইন তাকে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে যায় এবং ঘরে ফেলে ধর্ষণ করে বলে জানা গেছে। এরপর শিশুটির বাবা-মা বাড়িতে ফিরে তার শারিরিক অবস্থা দেখে জানতে চাইলে সে সবকিছু বলে দেয় এবং মুহুর্তের মধ্যে গ্রামবাসীর মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে আর উত্তেজিত জনতা উজ্জ্বলকে ধরে মারপিট শেষে পুলিশে সোপর্দ করে। 
এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা জানান, শিশু ধর্ষণের অভিযোগে গ্রামবাসীরা অভিযুক্ত একজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আর ভিকটীম ওই শিশুকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 

্রিন্ট

আরও সংবদ