খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

খুবিতে প্রফেসর দীপক কামাল মেমোরিয়াল স্কলারশিপ পেলেন ১৬ শিক্ষার্থী

খবর বিজ্ঞপ্তি |
০২:৩৯ এ.এম | ০৯ মে ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের উদ্যোগে ১৬ জন শিক্ষার্থীকে প্রফেসর দীপক কামাল মেমোরিয়াল স্কলারশিপ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ তুলে দেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।
এ সময় তিনি বলেন, প্রয়াত প্রফেসর দীপক কামাল ছিলেন একজন অসাধারণ শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বান্ধব মানুষ। তাঁর স্মৃতিকে চিরকাল অম্লান রাখতে আজকের এই স্কলারশিপ প্রদান অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই স্কলারশিপ শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস। আমি আশা করি, স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে প্রফেসর দীপক কামালের মতোই সমাজ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন ও প্রয়াত প্রফেসর দীপক কামালের সহধর্মিণী ড. হেনা খাতুন। 
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বগত বক্তৃতা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. মমতাজ খানম। স্মৃতিচারণমূলক বক্তৃতা করেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. এ কে ফজলুল হক ও স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক গৌরী শঙ্কর রায়। স্কলারশিপপ্রাপ্তদের মধ্য থেকে অনুভ‚তি ব্যক্ত করেন ২য় বর্ষের শিক্ষার্থী মোঃ হৃদয় আহমেদ। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মেহেনাজ আফরীন খান ঝিলিক ও মোঃ তুহিন হোসেন। এ সময় বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, আমন্ত্রিত অতিথি, স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
 

্রিন্ট

আরও সংবদ