খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ভারতে ২৪টি বিমানবন্দর বেসামরিক সেবার জন্য বন্ধ ঘোষণা

খবর প্রতিবেদন |
০২:৫৮ এ.এম | ০৯ মে ২০২৫


ভারতে পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গুজরাট, রাজস্থান এবং হিমাচল প্রদেশের ২৪টি বিমানবন্দর বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যুরো (বিসিএএস) দেশটির সকল বিমান সংস্থা ও বিমানবন্দরকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে। খবর বিবিসির।

নির্দেশনা অনুযায়ী, সকল বিমানবন্দরে সকল যাত্রীর জন্য সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট চেকিং (এসএলপিসি) করা হবে। টার্মিনাল ভবনে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এয়ার মার্শালও মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে।

এয়ার ইন্ডিয়া, বিসিএএস-এর উদ্ধৃতি দিয়ে এক্স-এ জানিয়েছে যে, এখন থেকে অভ্যন্তরীণ যাত্রীদের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে হবে এবং চেক-ইন ৭৫ মিনিট আগে বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে জম্মু অঞ্চলের বেশ কয়েকটি এলাকা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, পুরো জম্মু শহরই অন্ধকার করে দেওয়া হয়েছে। জম্মুর বিমানবন্দর থেকে বিস্ফোরণের খবর আগেই পাওয়া গিয়েছিল।

্রিন্ট

আরও সংবদ