খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

জমায়েত মঞ্চের সামনে আন্দোলনকারীদের অবস্থান

খবর প্রতিবেদন |
০২:২২ পি.এম | ০৯ মে ২০২৫


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরে গিয়ে ‘জমায়েত মঞ্চের’ সামনে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভকারীরা।

শুক্রবার দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে যমুনার পাশে ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের ফোয়ারার সামনে ‘জমায়েত মঞ্চ’ করা হয়েছে। সেখানে গিয়ে বিক্ষোভ করছেন তারা। মঞ্চের সামনেই তারা জুমার নামাজ আদায় করবেন। ইতোমধ্যে মঞ্চ থেকে আজান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।  

সকাল ১০টার দিকে সরেজমিন দেখা যায়, পাঁচটি পিকআপ ভ্যান একত্র করে মঞ্চ তৈরি করা হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত এই জমায়েতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সকাল সাড়ে আটটার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই জমায়েতের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী।

আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ (পথনকশা) ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া হয়। রাতভর চলে এ কর্মসূচি। 
 

্রিন্ট

আরও সংবদ