খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

আ’লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ

খবর প্রতিবেদন |
০৫:২৫ পি.এম | ০৯ মে ২০২৫


আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ।  শ্লোগানে শ্লোগানে উত্তাল করেছেন কয়েক হাজার ছাত্র-জনতা। পুরো শাহবাগ জুড়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে ছোট ছোট দলে বিভক্ত হয়ে শ্লোগান দিচ্ছেন। কেউ জাতীয় পতাকা উড়াচ্ছেন, আবার কেউ জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে রচিত গানে সুর তুলছেন।
এর আগে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার পরপরই শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে মিন্টো রোড থেকে শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে আসেন আন্দোলনকারীরা। এরপর শাহবাগ মোড়ে বসে পড়েন আন্দোলনকারীরা। রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই মঞ্চ, হেফাজত ইসলামী, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্রশিবির, ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা দলে দলে যোগ দেন। এতে সাধারণ ছাত্র-জনতা অংশ নেন।
এ সময় তারা ব্যান ব্যান আওয়ামী লীগ, একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাইসহ বিভিন্ন শ্লোগান দিচ্ছেন।
বিকেল ৫টার দিকে আপ বাংলাদেশের আহŸায়ক আলী আহসান জুনায়েদের নেতৃত্বে কয়েকশ মানুষ মিছিল নিয়ে শাহবাগে যোগ দেন। এ ছাড়া কওমিসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা যোগ দেন।
সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলামোটর অভিমুখ থেকে ঢাকা মহানগর শিবিরের কয়েকশ নেতা-কর্মী শাহবাগে এসে যুক্ত হয়েছেন। এ সময় তারা শিবির শিবির শ্লোগান দিতে থাকেন।
শাহবাগে ব্লকেডে অংশ নেওয়া ব্যক্তিরা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।
এর আগে সকালে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এই জমায়েতের ডাক দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল­াহ। এ সময় তিনি বলেন, ফোয়ারার সামনে মঞ্চে বাদ জুমা জনসমুদ্র হবে। তারা বুঝতে পারবে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।
এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল­াহ।
একই সঙ্গে তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন। হাসনাত আবদুল­াহর ঘোষণার পর উপস্থিত আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন এবং বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগ অবরোধ করেন। এসময় ওই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।  
উলে­খ্য, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মধ্য দিয়েই ক্ষমতাসীন আওয়ামী লীগের চূড়ান্ত পতন হয়েছিল।
 

্রিন্ট

আরও সংবদ