খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

আইপিএলের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো পিএসএল

ক্রীড়া প্রতিবেদক |
১২:১৭ এ.এম | ১০ মে ২০২৫


ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে, বাজছে যুদ্ধের দামামা। কয়েক প্রস্থ হামলা-পাল্টা হামলা চালিয়েছে দুই দেশই। দুই দেশের উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তবে মত পরিবর্তন করে পিসিবি ঘোষণা করেছে যে, চলমান পিএসএল সিজন দশের বাকি থাকা আটটি ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।  

পিসিবি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ভারতের ৭৮টি ড্রোনের অনুপ্রবেশ এবং মিসাইল হামলা পরিস্থিতিকে আরও জটিল করেছে। যাকে তারা দায়িত্বহীন আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে। এই পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পরামর্শে টুর্নামেন্টর বাকি ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

পিসিবি এক বিবৃতিতে জানায়, ক্রিকেট আনন্দ ও ঐক্যের প্রতীক, কিন্তু এমন কঠিন সময়ে জাতীয় মনোযোগ আমাদের সাহসী সেনাবাহিনীর পাশে থাকা উচিত, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করছে।

বোর্ড শহীদদের পরিবার ও নিরাপত্তা বাহিনীর প্রতি সমবেদনা জানিয়েছে এবং ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়, স্পনসর, সম্প্রচারক ও দর্শকদের ধন্যবাদ জানিয়েছে। বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের পরিবারদের উদ্বেগের কথা মাথায় রেখে পিসিবি তাঁদের নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা গ্রহণ করেছে।

পিসিবি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি ম্যাচগুলি পুনরায় নির্ধারণ করা হবে।

পিএসএলের লিগ পর্বে ২৭টি ম্যাচ শেষে বর্তমানে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটরস, যারা ৬জয়, ২টি হার ও ১টি পরিত্যক্ত ম্যাচ নিয়ে প্লে-অফে পৌঁছে গেছে।

করাচি কিংস ও ইসলামাবাদ ইউনাইটেড, দুই দলই ১০ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। লাহোর কালান্দার্স চতুর্থ ও পেশোয়ার জালমি পঞ্চম স্থানে রয়েছে। মুলতান সুলতানস বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে মাত্র ১টি ম্যাচ জিতে।

্রিন্ট

আরও সংবদ