খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

ফুলতলার দক্ষিণডিহিতে রবীন্দ্র জন্মজয়ন্তীর ২য় দিন অতিবাহিত

ফুলতলা প্রতিনিধি |
১২:৩৬ এ.এম | ১০ মে ২০২৫


“যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে” কালজয়ী এই গানের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসন আয়োজিত বিশ্বকবির স্মৃতিধন্য ফুলতলার দক্ষিণডিহিস্থ শ্বশুরবাড়ি রবীন্দ্র কমপ্লেক্সে অনুষ্ঠিত ৩দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলার দ্বিতীয় দিনে শুক্রবার বিকেলে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম।  অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) নূরুল হাই মোহাম্মদ আনাছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার পুলিশ সুপার টি এম মোশারফ হোসেন, ফুলতলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন। মুখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা কেন্দ্রের অধ্যাপক ড. মোহাম্বদ শাহজালাল। স্বাগত বক্তৃতা করেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ আসাদুজ্জামান আরিফ ও জান্নাতুল নাঈম। 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) পাপিয়া সুলতানা, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, সমাজসেবা কর্মকর্তা শাহীন আলম, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুক্তরায় চৌধুরী, ফুলতলা থানার ওসি মোঃ জিল­াল হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মো মাজহারুল ইসলাম প্রমুখ। পরে অনুপম মিত্র ও কোহিনুর জাহানের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।  

্রিন্ট

আরও সংবদ