খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

আজও চলছে শাহবাগ ব্লকেড, সড়ক বন্ধ

খবর প্রতিবেদন |
১২:৫২ পি.এম | ১০ মে ২০২৫


আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আজ শনিবার সকালেও চলছে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি। এতে বন্ধ রয়েছে শাহবাগ এলাকার সড়ক। এছাড়া কাটাবন মোড়, মৎসভবন মোড়ে সড়ক বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনগুলোকে চলাচলের সুযোগ করে দিচ্ছেন আন্দোলনকারীরা।

জানা গেছে, কর্মসূচির অংশ হিসেবে রাতেও অনেকে অবস্থান করেন শাহবাগে। সকালে নতুন করে আসতে শুরু করেছেন অন্যরা। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহতদেরও উপস্থিত হতে দেখা গেছে।

এ সময়  তাদের লীগ ধর, জেলে ভর; লীগ ধর, জেলে ভর; ব্যান ব্যান, আওয়ামী লীগ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

এদিকে কর্মসূচির দিকনির্দেশনা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ ভোর চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। তিনি লেখেন, ‘ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।’

বৃহস্পতিবার আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাতভর অবস্থান এবং মিন্টো রোডের মোড়ে মঞ্চ তৈরি করে বিক্ষোভ করে ছাত্র-জনতা। পরে গতকাল শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা ‘শাহবাগ ব্লকেড’ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

একই দাবিতে আজ বেলা তিনটায় শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সারা দেশের জুলাই অভ্যুত্থানের স্থানগুলোতেও গণজমায়েত কর্মসূচি দেওয়া হয়েছে।

্রিন্ট

আরও সংবদ