খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

যমুনা ও সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

খবর প্রতিবেদন |
০২:২৯ পি.এম | ১০ মে ২০২৫


জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে তার বাসভবন যমুনা, সচিবালয় ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

শনিবার (১০) দুপুরে এক গণবিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং ।।।/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে শনিবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকা (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকড়াইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড) সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের জমায়েতের ঘটনার এক দিন পর ডিএমপির পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হলো। বৃহস্পতিবার দিবাগত রাতে যমুনার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে শুক্রবার সেখান থেকে সরে এসে রাজধানীর শাহবাগে অবস্থান নেন তারা। এখনো সেখানে তাদের অবস্থান কর্মসূচি চলছে।

্রিন্ট

আরও সংবদ