খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

কালিগঞ্জে গ্যাস ট্যাবলেট সেবন করে যুবকের আত্মহত্যা

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:০৭ এ.এম | ১১ মে ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আলামিন হোসেন (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের বাগবাটি গ্রামের সোহরাব গাজীর ছেলে। 
নিহতের ভাই আলমগীর হোসেন জানান, তার ভাই আলামিন হোসেন দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিলো। গত বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে সে নলতা এলাকার একটি দোকান থেকে গ্যাস ট্যাবলেট কিনে সেবন করে। বিকেল ৫ টার দিকে বমি করতে করতে সে বাড়িতে যায়। তাৎক্ষণিকভাবে আলামিনকে সাতক্ষীরায় সি বি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

্রিন্ট

আরও সংবদ