খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

মানববন্ধনে সহকারী এ্যাটর্নি জেনারেল

মোংলার দু’টি হাসপাতালে মানুষের চিকিৎসার আগে হাসপাতালের চিকিৎসার প্রয়োজন

মোংলা প্রতিনিধি |
১২:৪৮ এ.এম | ১১ মে ২০২৫


বাংলাদেশে দুইটি বন্দরের মধ্যে একটি হলো মোংলা আর্ন্তজাতিক সমুদ্র বন্দর। আর স্বাস্থ্য সেবা পাওয়া হলো দেশে বসবাসকারী মানুষের মৌলিক অধিকার। এখানে শ্রমিক ও জনগনের হাসপাতালের হালচাল দেখলে মানুষকে চিকিৎসা দেয়ার আগে হাসপাতালের চিকিৎসা দেয়া প্রয়োজন। তাই স্বাস্থ্য সেবার মান উন্নয়নে মোংলা উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতি করার পাশাপাশী শ্রমিকদেরও হাসপাতালে খুলে দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবী জানান বাংলাদেশ সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান। 
শনিবার বেলা সাড়ে ১১ টায় বন্দর নগরী মোংলা পোর্ট পৌরসভার সামনে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানানোর পাশাপাশি মোংলা বন্দর ও উপজেলায় সকল ধরণের অন্যায়-অপরাধ ও দুর্নিতী বিরুদ্ধে এখানকার মানুষের পাশে থাকার প্রতিশ্র“তি দেন। 
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স, জনবল ও চিকিৎসা সরঞ্জামাদী সংকটের কারণে সাধারন মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তাই স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার থেকে ১০০ শয্যায় উন্নতি করার দাবীতে মানববন্ধন ও গনস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে স্থানীয়রা। বেলা ১১টায় বন্দর নগরী মোংলা পোর্ট পৌরসভার সামনে এ মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন। 
আরো বক্তব্য রাখেন, জামায়াতের পৌর আমীর এম এ বারী, পৌর বিএনপি’র সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম-আহবায়ক এমরান হোসেন, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব হাসান, নাগরিক সমাজের আহবায়ক মোঃ নূর আলম শেখ, অধ্যক্ষ আবু সাইদ খান, অধ্যক্ষ মোঃ সেলিম, ব্যবসায়ী নাসির তালুকদার, জামায়াত নেতা মোঃ আনিচুর রহমান, সাংস্কৃতিক সংগঠক জানে আলম বাবু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান শুভসহ আরো অনেকে।
সভাপতি ডাঃ মোঃ শাহীন বলেন, ২৮জন চিকিৎসকের বিপরীতে ৫ জন চিকিৎসক দিয়ে আর কতোদিন হাসপাতালের কার্যক্রম চলবে? তিনি ৫০ শয্যার মোংলা উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণের দাবিকে ন্যায্য দাবি উলে­্যখ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাবি মেনে নেয়ার আহŸান জানান। তিনি আরো বলেন, হাসপাতালের ভবনের অবস্থা খুবই নাজুক। যে কোন সময়ে পুরনো ভবন ভেঙে পড়তে পারে। তাই হাসপাতালের নতুন ভবন নির্মাণের দাবি জানান। মানববন্ধন ও সমাবেশে বক্তারা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন কার্যক্রম সব সময় চালু রাখার জন্য জরুরি ভিত্তিতে গাইনী ও এনেসথেসিয়া বিশেষজ্ঞ ডাক্তার পদায়নের জোর দাবি জানায়। মানববন্ধন শেষে হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরনের দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি পালন করা হয় । অনুষ্ঠানে মোংলা উপজেলার সর্বস্থরের নারী-পুরুষ, ব্যবসায়ী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। 
 

্রিন্ট

আরও সংবদ