খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

ভারতের সঙ্গে যুদ্ধবিরতি : পাকিস্তানে ‘বিজয়োল্লাস’, চলছে মিষ্টি বিতরণ

খবর প্রতিবেদন |
০২:০৯ এ.এম | ১১ মে ২০২৫


ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির খবরে পাকিস্তানের বিভিন্ন শহরে স্বস্তি ও উচ্ছ¡াসের আবহ ছড়িয়ে পড়েছে। ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে লাহোর, ইসলামাবাদ, মুজাফফরাবাদসহ নানা অঞ্চল। বহু মানুষ এই যুদ্ধবিরতিকে জাতীয় গর্ব ও বহু প্রতীক্ষিত স্বস্তির মুহুর্ত হিসেবে দেখছেন।
লাহোরের তরুণ মোহাম্মদ ফাতেহ বলেন, আজ পাকিস্তানের জন্য একটি বড় দিন। আমাদের বাহিনী দৃঢ় জবাব দিয়েছে, আর ভারত বাধ্য হয়েছে যুদ্ধবিরতিতে সম্মত হতে।
ইসলামাবাদের ৪৫ বছর বয়সী গৃহিণী যুবাইদা বিবি বলেন, যুদ্ধ কেবল দুঃখ আর ক্ষতি বয়ে আনে। এখন শান্তি ফিরে আসছে এ যেন ঈদের আনন্দ। আমরা জয়ী হয়েছি।
পাকিস্তানশাসিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদেও যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বহু বছর ধরে সংঘাতে জর্জরিত এই অঞ্চলের মানুষ আশা করছেন, এবার হয়তো একটু স্থিতিশীলতা ফিরবে। ‘আমাদের জন্য শান্তি মানেই বেঁচে থাকা,’ বলছিলেন মুজাফফরাবাদের বাসিন্দা জুলফিকার আলী। ‘আমরা অনেক কষ্ট সহ্য করেছি। এবার দুই দেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।’ এদিকে, যুদ্ধবিরতি ঘোষণার পরপরই রাস্তায় নেমে আসেন বহু পাকিস্তানি। জায়গায় জায়গা চলছে মিষ্টি বিতরণ।
 

্রিন্ট

আরও সংবদ