খুলনা | বৃহস্পতিবার | ২৯ মে ২০২৫ | ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

কালিগঞ্জে কর্মী সম্মেলনে আব্দুল্লাহ মুঃ তাহের

জামায়াতে ইসলামি ক্ষমতায় গেলে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করবে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:৩৭ এ.এম | ১১ মে ২০২৫


বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আব্দুল­াহ মুঃ তাহের বলেছেন বাংলাদেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে। আমরা সোনার বাংলার স্লোগান শুনেছিলাম। কিন্তু ৬ দফার সোনার বাংলা স্লোগান এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। আমরা সবুজ বাংলার ২০ দফার প্রস্তাব করেছিলাম। সেটা মানা হয়নি। খুন, গুম, লুটপাট, মানুষ হত্যা ছিল সেই সরকারের সৃষ্টি। মানুষ অতিষ্ঠ হয়ে তাদেরকে বিতাড়িত করেছে। তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর দেশে নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে। দেশের মানুষের সম্পদকে তারা গ্রাস করা শুরু করেছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আওয়ামী লীগ পালিয়ে গেছে। আরো কয়েকটি দলকে মানুষ দেখেছে। আরেকটি দল বাকি আছে পরীক্ষা দেওয়ার জন্য। সে দলের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশের স্বাধীনতা ও সর্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ কাজ করবে। 
শনিবার স্থানীয় শহীদ সামাদ স্মৃতি ফুটবল ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখা’ আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর ও অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদল ইমমাম মুকুল, নায়েবে আমীর নুরুল হুদা, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সাবেক এমপি, জেলা  শুরা ও কর্ম পরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ