খুলনা | সোমবার | ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২

ফের অধিনায়কত্ব চেয়েছিলেন কোহলি, পাননি বলেই অবসর!

ক্রীড়া প্রতিবেদক |
০৩:৪১ পি.এম | ১১ মে ২০২৫


ভারতের ক্রিকেটে চলছে টানটান উত্তেজনা। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন বিরাট কোহলি, এমন খবর ঘুরছে সোশ্যাল মিডিয়া জুড়ে। শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়, কোহলি নাকি ইতোমধ্যেই বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন, তিনি সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চান।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বোর্ড চায় কোহলি যেন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেন, তবে এখনো কোহলির তরফ থেকে কোনো চূড়ান্ত জবাব আসেনি।

এ নিয়ে এনডিটিভি-কে এক বিসিসিআই কর্মকর্তা বলেন, “ও এখনো শারীরিকভাবে দুর্দান্ত ফিট এবং তার খেলার তীব্র আগ্রহ এখনো আগের মতোই। ড্রেসিংরুমে তার উপস্থিতি পুরো দলের মনোবল বাড়িয়ে দেয়। আমরা ওকে অনুরোধ করেছি, যেন ভালোভাবে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেয়।”

এদিকেটাইমস অব ইন্ডিয়ার আরেক প্রতিবেদনে উঠে এসেছে আরও চমকপ্রদ তথ্য। কোহলি নাকি বিসিসিআইয়ের কাছে আবারও টেস্ট দলের অধিনায়কত্ব চেয়েছিলেন। কিন্তু বোর্ড সেটা সরাসরি ফিরিয়ে দিয়েছে। কারণ তারা এখন দলে তরুণ কাউকে নেতৃত্বে আনতে চায়, এবং সেই তালিকায় সবচেয়ে এগিয়ে শুবমান গিল।

প্রতিবেদনে বলা হয়েছে, “একটা নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল শুরু হতে যাচ্ছে। দলে ভবিষ্যতের পরিকল্পনা আর ধারাবাহিকতাকে গুরুত্ব দিচ্ছে বোর্ড। কোচ গৌতম গম্ভীরও চান, এমন একটা দল তৈরি করতে, যাদের নিয়ে দীর্ঘদিন কাজ করা যাবে। এত গুরুত্বপূর্ণ সিরিজে অন্তর্বর্তী কোনও সমাধান চাইছে না বোর্ড। আগের দুই সিরিজ দল হিসেবে ভালো কাটেনি, তাই আসন্ন ইংল্যান্ড সিরিজটা ভীষণ গুরুত্বপূর্ণ।”

এখনো পর্যন্ত বিরাট কোহলি নিজে এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। কিন্তু ভক্তরা আর সাবেক ক্রিকেটাররা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা ও সমর্থনের বার্তা দিয়ে ভাসিয়ে দিচ্ছেন কোহলিকে। সবাই আশা করছেন, টেস্ট ক্রিকেটে কিং কোহলিকে আবারও দেখা যাবে অন্তত আর একবার।

ভারতীয় ক্রিকেট এখন তাকিয়ে, কী সিদ্ধান্ত নেন কোহলি? এর আগে গত বুধবার ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এবার যদি কোহলিও একই পথে হাঁটেন, তাহলে নতুন WTC সাইকেলে ভারতের টেস্ট ব্যাটিং লাইনআপের মূল ভরসা হয়ে পড়বে একঝাঁক তরুণদের ওপর। নতুন সেই চক্রের শুরু ইংল্যান্ডের বিপক্ষে লিডসে ২০ জুন থেকে।

্রিন্ট

আরও সংবদ