খুলনা | সোমবার | ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্যসহ ৩ জন আটক, অস্ত্র-গুলি উদ্ধার

কালিয়া (নড়াইল) প্রতিনিধি |
০৪:২৫ পি.এম | ১১ মে ২০২৫


নড়াইলের কালিয়ায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ ইউপি মেম্বরসহ ৩ জনকে আটক করা হয়েছে। রোববার (১১ মে) রাত ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া গ্রামের পশ্চিমপাড়ায় তিনটি বাড়িতে এ অভিযান চালানো হয়।

অভিযানে আটককৃতরা হলো-পুরুলিয়া গ্রামের মৃত সুলতান শেখের ছেলে ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য  মো. আনিস শেখ (৪৫), একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের  ছেলে নাজিম উদ্দিন শেখ (৩৮) এবং মৃত এনামুল  মোল্যার  ছেলে  মো.চঞ্চল  মোল্যা (৩৬)।

এ সময় আসামিদের বাড়ির বিভিন্ন স্থান থেকে অবৈধ ১টি দেশী তৈরী পিস্তল, কার্তুজ বানানোর উপকরণ, ২২ রাউন্ড তাজা কার্তুস, ২টি চাইনিজ কুরাল, ২টি ছুরি, ৭টি স্যানদা, ৫টি বল্লম, ১টি ট্যাটা, ২টি তীর ধনুক, ৩টি চাপাতি, ২০টি সড়কি, ৪টি ঢাল, ২টি শর্টগানের কভারসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযানে আটককৃতদের নামে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

্রিন্ট

আরও সংবদ