খুলনা | মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

ইসলামী ছাত্রশিবিরের কুরআনিক অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৭ এ.এম | ১২ মে ২০২৫


মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত কুরআনিক অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী, তালিমুল মিল­াত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুস সউদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর কুতুবউদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখর সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, জাহিদুর রহমান নাঈম।  
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পবিত্র কুরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানবতার সর্বোত্তম দিকনির্দেশনা। আমাদের তরুণ প্রজন্মকে কুরআনের আলোকে গড়ে তুলতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্রসমাজকে কুরআনের আলোয় আলোকিত করার এই মহান উদ্যোগ গ্রহণ করার জন্য মোবারকবাদ জানাই।
তিনি অংশগ্রহণকারী সকল প্রতিযোগী ও বিজয়ীদের শুভেচ্ছা জানান এবং কুরআনভিত্তিক জ্ঞানে নিজেদের সমৃদ্ধ করার আহŸান জানান।
বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে  ল্যাপটপ, মোবাইল ফোন, তাফসির গ্রন্থ, হাদিস গ্রন্থ,ক্রেস্ট,  এবং মূল্যবান ইসলামিক বই প্রদান করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিবার ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
উদ্বোধনী বক্তৃতা করেন শিবিরের মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন। মহানগর সেক্রেটারি রাকিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসরাফিল হোসেন, আসিফ বিল­াহ, বেলাল হোসেন, আদনান মলি­ক যুবরাজ, সেলিম হোসেন, আঃ রশিদ, মুজাহিদুল হক, গোলাম মুয়িজ্জু, ইমরান হোসেন, নাঈম হোসেন, খায়রুল বাশার প্রমুখ নেতৃবৃন্দ।  

্রিন্ট

আরও সংবদ