খুলনা | বৃহস্পতিবার | ২৯ মে ২০২৫ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

মিঠুনের বিরুদ্ধে ঘনিষ্ঠ দৃশ্যে অশ্লীল স্পর্শের অভিযোগ সুস্মিতার

খবর বিনোদন |
০৫:৪১ পি.এম | ১৩ মে ২০২৫


বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের অভিনয়ে মুগ্ধ হন আট থেকে আশির সিনেমাপ্রেমীরা। নব্বই দশকে একের পর পর্দা কাঁপানো ছবি উপহার দিয়েছেন। জুটি বেঁধেছেন বলিউড তারকা শাহরুখ , সালমান, অক্ষয়,সঞ্চায় কাপুরের সঙ্গে।

মাঝে পাঁচ বছর অভিনয় থেকে দূরে থাকার পর ‘আয়ারা’ ও ‘তালি’ দুর্দান্ত কামব্যাক সকলের নজর কেড়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘চিঙ্গারী’ ছিল তেমনই একটি ছবি।

এই ছবিতে সুম্মিতার যৌনকর্মীর চরিত্রে সাহসী অভিনয় নজর কেড়েছিল। কিন্তু এই ছবির শুটিংয়ের সময় থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছিল। সম্প্রতি আবারও আলোচনায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অভিনেত্রীর করা অভিযোগ।  

‘চিঙ্গারী’ ছবিতে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের পর অভিনেতা মিঠুনের বিরুদ্ধে ‘অশ্লীল স্পর্শ’করার অভিযোগ করেন সুস্মিতা। সেই দৃশ্যে অভিনয়ের পরই মেজাজ হারিয়ে সেট ছেড়ে বেরিয়ে যান সুস্মিতা! যদিও পরে বিষয়টি ভুল বোঝাবুঝি বলে মিটে যায়।

এছাড়াও ‘চিঙ্গারী’ ছবির অভিনেতা অনুজ সাওহনি এ ছবি মুক্তির আগে ভারতীয় গণমাধ্যমে সুস্মিতাকে নিয়ে বাজে মন্তব্য করে বসেন। যা নিয়ে বেশ সমালোচনার জন্ম দিয়েছিল। গণমাধ্যমকে তিনি বলেন, ‘সুম্মিতার সঙ্গে এক চুমু দৃশ্যের ৩৬ বার টেক দিতে হয়েছিল।’ পরে অবশ্যই এই মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলন অভিনেতা। এ প্রসঙ্গে ছবির পরিচালক কল্পনা লাজমি বলেন, ‘ক্ষমা চাওয়া দোষ স্বীকার করার সমান।’
  
এ ছবিতে সুস্মিতা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেও দুইমাস সিনেমার প্রমোশন বন্ধ রেখেছিলেন। সিনেমার পোস্টারে অভিনেত্রীর ঘনিষ্ট দৃশ্য প্রচার তাকে গভীরভাবে আঘাত করেছিল বলে জানান ছবির পরিচালক। তিনি বলেন, “সুস্মিতা ছাড়া ‘চিঙ্গারী’ যেন আগ্রা ছাড়া তাজমহল।”এতোসব বিতর্ক সত্ত্বেও, এ ছবিতে ‘বাসন্তী’র চরিত্রে সুস্মিতার অভিনয় ছিল নজরকাড়া।

্রিন্ট

আরও সংবদ