খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

বাগেরহাটে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সমাপ্ত, এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক,বাগেরহাট |
১২:৪৮ এ.এম | ১৪ মে ২০২৫


বাগেরহাটে অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদানের মাধ্যমে সমাপ্ত হয়। এছাড়া গতকাল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ্যাথলেটিক্স প্রশিক্ষণে বিভিন্ন বিদ্যালয়ের ৪১ জন শিক্ষার্থী অংশ নেয়।
বাগেরহাটের জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ-এর সভাপতিত্বে ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ ছায়েদুর রহমান। ফুটবল প্রশিক্ষণে বাগেরহাটের বিভিন্ন উপজেলার ৪৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্য থেকে সেরা তিনজনকে ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতা -২০২৫ এর বিভাগীয় দল গঠনের জন্য খুলনায় প্রেরণ করা হয়। 
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাগেরহাটের জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ বলেন, ক্রীড়া পরিদপ্তরের মাঠ পর্যায়ে জেলা ক্রীড়া অফিসারগণ মাত্র তিনজন লোকবল নিয়ে এ ধরনের আয়োজন করে থাকে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন,  ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি এসব আয়োজন তাদের ডিসিপ্লিন হতে সহায়তা করবে। এ প্রশিক্ষণের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার কবির চৌধুরী। এর আগে গত ২০ এপ্রিল বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। 

্রিন্ট

আরও সংবদ