খুলনা | বুধবার | ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২

চিত্তরঞ্জন সভাপতি ও অশোক সাধারণ সম্পাদক

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি খুলনা জেলার সম্মেলন ও কাউন্সিল অধিবেশন

খবর বিজ্ঞপ্তি |
০১:০৩ এ.এম | ১৪ মে ২০২৫


‘কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই’ শীর্ষক শ্লোগানের আলোকে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি খুলনা জেলার সম্মেলন গত রোববার বিকেল ৪টায় অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত হয়। 
সমিতি’র জেলা সভাপতি এড. চিত্তরঞ্জন গোলদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অশোক কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, মোস্তাইন গাজী, মোঃ ফরহাদ হোসেন, তিলক মন্ডল, এড. প্রশন্তি মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, মোঃ রাহাত খান, অমিয় দাশ রায়, দীতি বৈরাগী, বিধান মন্ডল, রশিদা বেগম, দিবাকর মন্ডল, রমেশ বৈরাগী, গোপাল কবিরাজ, রেবতি মিস্ত্রী, অচিন্ত্য মন্ডল, দুলাল সরকার, আরশাদ মোড়ল, আব্দুল খালেক, নূরী বেগম, বিশ্বজিত বিশ্বাস প্রমুখ। সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন অমিয় দাশ রায়। সাধারণ সম্পাদক অশোক সরকার কর্তৃক উত্থাপিত প্রতিবেদন ও অর্থিক রিপোর্ট এর আলোচনা ও অনুমোদন হয়। 
রাত ৮টায় দ্বিতীয়পর্বে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে পুনরায় এড. চিত্তরঞ্জন গোলদারকে সভাপতি, অশোক কুমার সরকারকে সাধারণ সম্পাদক ও মোঃ দেলোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, মোঃ মোস্তাইন গাজী, মোঃ ফরহাদ হোসেন ও তিলক মন্ডলকে সহ-সভাপতি, এড. প্রশন্তি মন্ডলকে সহ-সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণকে কোষাধ্যক্ষ করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

্রিন্ট

আরও সংবদ