খুলনা | বুধবার | ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২

আশাশুনিতে ট্রলির সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
০১:১২ এ.এম | ১৪ মে ২০২৫


আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান হৃদয় (১৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে বাজারের গাজী ট্রেডার্স-এর সামনে মেইন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের প্রতিবন্ধী জামাল উদ্দিনের ছেলে মেহদী হাসান হৃদয় মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে ইট বহনকারী দ্রুতগতির ট্রলির সাথে মোটর সাইকেল ধাক্কা রেগে হৃদয় গাড়িসহ সড়কে ছিটকে পড়ে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত হৃদয় বুধহাটা বাজারে মোবাইল এক্সোসরিসের ব্যবসায়ী। তার বাবা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় পরিবারের আয়ের একমাত্র ভরসা ছিল সে।

 

্রিন্ট

আরও সংবদ