খুলনা | বুধবার | ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২

রূপসায় প্রতিপক্ষের হামলায় দুই যুবক আহত, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
০১:১৮ এ.এম | ১৪ মে ২০২৫


রূপসা থানাধীন পাঁচানী গ্রামে মাহফিল চলাকালীন সময়ে দুষ্কৃতকারীদের হামলায় মোঃ নাজমুল সাকিব (২৫) এবং তার ভাইপো আব্দুল­াহ শেখ (২৩) নামে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। গত সোমবার রাত ১০টার দিকে দবিরউদ্দিন হাফেজিয়া মাদ্রাসার সন্নিকটে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরদিন ভুক্তভোগীর পিতা গোলাম শেখ সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছেন।  
অভিযোগে বলা হয়েছে, রূপসা উপজেলার পাঁচানী গ্রামের বাসিন্দা নাজমুল সাকিব ও তার ভাইপো আব্দুল­াহ মাহফিল ময়দানে যায়। এ সময় আমিন মলি­ক (১৯), তুফান শেখ (১৯), মোঃ রনি মীর (১৯), আদনান শেখ (২১), এবং আরশাফুল (২১)গং তাদের উপর হামলা চালায়। এ সময় নাজমুল সাকিব ও তার ভাইপো আব্দুল­াহ আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আব্দুল­াহর অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত রনি মীরকে থানা পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেন। এ ঘটনার পর  আহতের পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন।
 

্রিন্ট

আরও সংবদ