খুলনা | বুধবার | ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২

কেসিসি এলাকায় কোরবানি পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ে সভা

স্থাপিত ব্যাংকের বুথে মেশিনের মাধ্যমে জাল টাকা শনাক্ত করার সুবিধা থাকবে

তথ্য বিবরণী |
০২:৩২ এ.এম | ১৪ মে ২০২৫


নগরীর জোড়াগেট পাইকারী কাঁচা বাজার চত্বরে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) পরিচালিত কোরবানি পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ে সভা মঙ্গলবার বিকেলে কেসিসি শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার সভাপতিত্ব করেন।  
অনুষ্ঠানে সভাপতি বলেন, গত বছরের ন্যায় এবারও জোড়াগেট পাইকারী কাঁচা বাজার চত্বরে পশুহাট পরিচালনায় ব্যত্যয় হবে না। সুষ্ঠুভাবে পশুহাট পরিচালনার জন্য বিভিন্ন দপ্তরের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এসময় তিনি আরও বলেন, পশুর হাটে কেউ যেন কোন রকম অনিয়ম বা চাঁদাবাজির মত কোন কার্যকলাপ ঘটাতে না পারে সেদিকে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর থাকবে। হাটে পশু ক্রয়-বিক্রয়ের সময় জাল টাকার ব্যবহার যেন না হয় সেজন্য হাটের স্থাপিত ব্যাংকের বুথে মেশিনের মাধ্যমে জাল টাকা শনাক্ত করার সুবিধা থাকবে। দূর থেকে এই হাটে আনা পশু কেউ যেন জবরদস্তি করে গাড়ি থেকে নামিয়ে নিতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকবে। বিক্রেতারা যেন হাটের ভিতর বিশ্রাম করতে পারে সেজন্য ছোট ছোট শেড এর ব্যবস্থার পাশাপাশি টয়লেট ব্যবহারের ব্যবস্থা রাখা হবে। হাটে পর্যাপ্ত পানির সরবরাহের জন্য ওয়াসা ব্যবস্থা নেবে। অতিরিক্ত গরমে মানুষ ও পশু অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার ব্যবস্থা রাখা হবে বলে তিনি জানান। 
সভায় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট দীপংকর দাশ, কেএমপির উপ কমিশনার (ট্রাফিক) সুদর্শন কুমার রায়, কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী (চলিত দায়িত্ব) মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কেসিসি’র ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কেসিসি’র বিভিন্ন শাখার কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ