খুলনা | বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

কালিগঞ্জে বিএনপি’র সদস্য নবায়ন শুরু

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫৫ পি.এম | ১৪ মে ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। জেলা বিএনপি’র আহবায়ক এইচ এম রহমাতুল­াহ পলাশ বুধবার বেলা ১১টায় দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও সাতক্ষীরা-৪ আসনের সমন্বয় কমিটির প্রধান তাজকিন আহম্মেদ চিশতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম-আহবায়ক আবুল হাসান হাদী, ড. মনিরুজ্জামান মনির, আক্তারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শেখ ইবাদুল ইসলাম ও শেখ নুরুজ্জামান, সাবেক দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য শেখ খাইরুল আলম, উপজেলা জাসাস-এর সাবেক সভাপতি এসএম হাফিজুর রহমান বাবু, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুুরুজ্জামান পাড় প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু এবং সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স¤প্রতি গঠিত উপজেলার ১২ ইউনিয়নের সার্চ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ