খুলনা | বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

খুলনায় নগর যুব কাউন্সিল গাইডলাইন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক |
১২:৪৫ এ.এম | ১৫ মে ২০২৫


তরুণদের মধ্যে গণতান্ত্রিক চর্চার উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, এবং স্থানীয় সরকার ব্যবস্থায় সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে সিরাক-বাংলাদেশ Strengthening, Harnessing, and Integrating Fair Transitions through Urban Youth Councils in Bangladesh (SHIFT/শিফট) প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং খুলনা মহানগরীতে নগর যুব কাউন্সিল গঠণের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশনে ১৮-৩৫ বছর বয়সী ২০ জন তরুণ প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নগর যুব কাউন্সিল গঠন করা হবে। এই কাউন্সিল সিটি কর্পোরেশন এর স্থানীয় উন্নয়ন পরিকল্পনা, বাজেট বরাদ্দ, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সেবার বিষয়ে যুবদের মতামতের সমন্বয় করবে। 
এ উদ্দেশ্যে গতকাল বুধবার খুলনার একটি স্থানীয় হোটেলে নগর যুব কাউন্সিল গাইডলাইন বিষয়ক কর্মশালা আয়োজন করে খুলনা সিটি কর্পোরেশন ও সিরাক-বাংলাদেশ।
অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ ফিরোজ সরকার প্রধান অতিথির বক্তব্যে নগরে তরুণদের অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করে বলেন, নগর যুব কাউন্সিল এটি একটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। আমাদের দেশে বর্তমানে যে পরিমাণ যুব আছেন, যদি তাদের প্রয়োজনীয় দক্ষতা এবং মেধাকে সঠিকভাবে মূল্যায়ন করা যায়, তবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অনেকটাই বৃদ্ধি পাবে। এ বিষয়ে তিনি সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের একযোগে কাজ করার আহŸান জানিয়েছেন। তার পাশাপাশি, খুলনা সিটি কর্পোরেশন এর সকল কর্মচারীদের খুলনায় নগর যুব কাউন্সিল গঠনের জন্য সব ধরণের সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। 
সিরাক-বাংলাদেশ এর উপ-পরিচালক মোঃ সেলিম মিয়ার সঞ্চালনায় প্রকল্পের উপস্থাপনা করেন প্রজেক্ট ম্যানেজার লুৎফা পাঠান। স্বাগত বক্তৃতা করেন সিরাক-বাংলাদেশ’র নির্বাহী পরিচালক এসএম সৈকত। কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাস, খুলনা সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান, চীফ এ্যাসেসর শেখ হাফিজুর রহমান এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম বদিউজ্জামান।
কর্মশালায় দেশে বিদ্যমান চারটি নগর যুব কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে অংশগ্রহণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর নগর যুব কাউন্সিলর রবিন মিয়া, রাজশাহী নগর যুব কাউন্সিলের সদস্য ডাঃ আমানউল­াহ বিন আক্তার আবিদ, নারায়ণগঞ্জ নগর যুব কাউন্সিলের সদস্য রাকিবুল ইসলাম ইফতি, রংপুর নগর যুব কাউন্সিলের সদস্য সৈয়দা রেহানা পারভিন। সভায় আরও উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশ’র এ্যাসোসিয়েট প্রোগ্রাম ডেভেলপমেন্ট অফিসার রুহিয়াত তাসনিম, ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার রাবেয়া আক্তার মুনমুন, নেটওয়ার্ক অফিসার কামরান মিয়া, ও প্রজেক্ট অফিসার সুমাইয়া রহমান। 
উপস্থিত সকলে নগর যুব কাউন্সিলের গাইডলাইন পর্যালোচনায় এবং পরামর্শ গ্র“প গঠনে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন, যা ভবিষ্যতে তরুণ নেতৃত্ব বিকাশে কার্যকর অবদান রাখবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।

্রিন্ট

আরও সংবদ