খুলনা | বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

খুবির প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণে উপ-উপাচার্য

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৫ এ.এম | ১৫ মে ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে মেধা তালিকা থেকে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। বুধবার দুপুরে মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনে ‘সি’ ইউনিটের ভর্তি কার্যক্রম চলাকালে তিনি ভর্তি হতে আসা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকের সাথে কথা বলেন। এ সময় তিনি ভর্তি কার্যক্রমে দায়িত্বরত শিক্ষক ও কর্মকর্তাদের কাছ থেকে সার্বিক খোঁজ-খবর নেন। 
এ সময় কয়েকজন শিক্ষার্থী বলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সবসময় চমৎকার। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিচ্ছন্ন ও নান্দনিক, যা দেখে আমরা বিমোহিত। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস সত্যিই প্রশংসনীয়। এখানে ভর্তি হতে পারা আমাদের স্বপ্নের প্রাথমিক বাস্তবায়ন। 
অভিভাবকরা বলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ শিক্ষার্থীদের জন্য নিরাপদ। প্রত্যেক অভিভাবকই এমন সুষ্ঠু পরিবেশে তাদের সন্তানদের পড়াশোনা করাতে চায়। দীর্ঘদিনের পথচলায় বিশ্ববিদ্যালয়টি যেভাবে তাদের স্বকীয়তা ধরে রেখেছে, তা সব মহলেই প্রশংসিত। 
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ও ‘সি’ ইউনিটের ইউনিট প্রধান প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান এবং অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

্রিন্ট

আরও সংবদ