খুলনা | বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নিরাপত্তা ব্যবস্থা না থাকায়

মোল্লাহাটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মোল্লাহাট প্রতিনিধি |
১২:৫৬ এ.এম | ১৫ মে ২০২৫


নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় নির্মাণাধীন মাদ্রাসার পাঁচতলা ভবন থেকে পড়ে আব্দুল হামিদ (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে মোল্লাহাট সদরের উদয়পুর জামিয়া হালিমিয়া এতিমখানা ও মাদ্রাসার নির্মাণাধীন ভবন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ নওগাঁ জেলার সাপাহার উপজেলার গোয়ালা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহল জানিয়েছে বহুতল এ মাদ্রাসা ভবনের নির্মাণ কাজ বেশ কয়েক মাস যাবত চললেও শ্রমিকদের নিরাপত্তায় কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। এমনকি বিষয়টি স্থানীয়রা একাধিকবার মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালেও ব্যায়ের অজুহাতে শ্রমিক নিরাপত্তার কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। মাত্র কয়েকদিন আগে পার্শ্ববর্তী ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর পর স্থানীয় প্রশাসন একটু নড়েচড়ে বসে। মাদ্রাসা কর্তৃপক্ষের গাফিলতির কারনেই একজন অসহায় শ্রমিকের করুণ মৃত্যু হলো বলে সচেতন মহলের অভিমত। তারা বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। 
 

্রিন্ট

আরও সংবদ