খুলনা | সোমবার | ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

খুলনা বড় বাজারে তেলের ট্রাকে ডাকাতি জড়িতদের গ্রেফতারের দাবি আমরা খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি |
০২:৩২ এ.এম | ১৫ মে ২০২৫

  
খুলনা বড় বাজার হেলাতলা মোড়ে মেসার্স সৈয়দ ব্রাদার্সের সৈয়দ বোরহানের ঢাকা হতে ক্রয় কৃত আনুমানিক ৪৫ লাখ টাকা মূল্যের ৬০ ড্রাম সোয়াবিন তেল নিয়ে ট্রাক যখন গত সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে গোপালগঞ্জের কাশিয়ানি থানা এলাকায় ১০/১২ জনের সশস্ত্র একটি ডাকাত দল তেল বাহী ট্রাকের গতি রোধ করে ৬০ ড্রাম সোয়াবিন তেল নগদ টাকা ও মোবাইল ডাকাতি করে নিয়ে পালিয়ে যায়।    
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত ডাকাত দলকে গ্রেফতার ও লুটকৃত তেলসহ মালামালের উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে বৃহত্তর আমরা খুলনাবাসী। বিবৃতিদাতারা হলেন সংগঠণের সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, মাজেদা খাতুন, সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ আব্দুস সালাম, মোহাম্মদ জামাল মোড়ল, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, জিএম মহিউদ্দিন, হেদায়েত হোসেন হেদু, কামরুল ইসলাম কামু, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ হামিদুল হক নিয়াজ আহমেদ তুহিন, সাধারণ সম্পাদক  এস এম  মাহবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, মোঃ কামরুল ইসলাম ভুট্টো ও কাওসারি জাহান মঞ্জু, মোঃ শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, মোঃ খায়রুল আলম, ইকবাল হোসেন তোকা, আব্দুল  মান্নান  মুন্নাফ, মোঃ সবুজুল ইসলাম, আরিফা আশরাফী চুমকি, মোঃ জয়নাল আবেদীন, ডাঃ মাহফিজুর রহমান বাচ্চু, মোঃ মাহাবুবুর রহমান, মোঃ জাভেদ আক্তার, মোঃ তারেক রহমান, মোঃ মনিরুজ্জামান মিলন, লিটন মিত্র, মোঃ মামুন অর রশিদ, মোঃ মাসুদ হোসেন মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেনসহ প্রমুখ।  
 

্রিন্ট

আরও সংবদ