খুলনা | শনিবার | ১৭ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২

কালীগঞ্জে পড়া মুখস্ত না হওয়ায় শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন মাদ্রাসা শিক্ষক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
১১:৪১ পি.এম | ১৫ মে ২০২৫


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার তালিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী আবু শামস নাইমকে (১২) বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মাদ্রাসাটির শিক্ষক আবু জাফরের বিরুদ্ধে। আহত ওই শিক্ষার্থীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী উপজেলার বেলাট গ্রামের আহসান হাবিবের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে মাদ্রাসা শিক্ষক আবু জাফর হেফজ বিভাগের শিক্ষার্থী আবু শামস নাইমকে পাঠ্য বইয়ের পড়া মুুখস্ত পড়তে বলেন। সে পড়া মুখস্ত বলতে না পারায় তাকে বেত দিয়ে বেধড়ক পেটায় ওই শিক্ষক। ঘটনার পর আহত শিক্ষার্থীর পিতা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় বারবাজার পুলিশ ফাঁড়ির আইসি জাকারিয়া মাসুদ মাদ্রাসা শিক্ষক আবু জাফরকে আটক করে কালীগঞ্জ থানায় প্রেরন করেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান ঘটনা জানার পর হাসপাতালে গিয়েছিলাম, এটা দুঃখজনক। ভুক্তভোগী পরিবার মামলা করতে চাইলে সম্পূর্ণ সহযোগিতা করা হবে।

 

্রিন্ট

আরও সংবদ