খুলনা | শনিবার | ১৭ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সাতক্ষীরায় ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪২ পি.এম | ১৫ মে ২০২৫


সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালের আয়োজনে আব্দুল করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান উল­াসের সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 
সেমিনারে প্রধান আলোচক হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর উপর আলোকপাত করেন অধিদপ্তরের সাতক্ষীরা জেলার কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দিপঙ্কর দত্ত। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভোক্তা-অধিকার আইন, ভেজাল খাদ্য ও পণ্য চিহ্নিত করার উপায়, ন্যায্য দামে পণ্য ক্রয়ের কৌশল এবং কোনো প্রকার প্রতারণার শিকার হলে প্রমাণ সংরক্ষণ ও অভিযোগ জানানোর প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সেমিনারের শেষে প্রশ্ন উত্তর প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, লিফলেট, বুকলেট, ভিজিটিং কার্ড, পেন, পেন্সিল ও স্কেল সরবরাহ করা হয়। সেমিনার ও কুইজ পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা।

 

্রিন্ট

আরও সংবদ