খুলনা | শুক্রবার | ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২

আশাশুনিতে লাগামসই প্রযুক্তির প্রয়োগ ও স¤প্রসারণ শীর্ষক সেমিনার

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ১৫ মে ২০২৫


আশাশুনিতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগামসই প্রযুক্তির প্রয়োগ ও স¤প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে, উপজেলা প্রশাসন আশাশুনির বাস্তবায়নে সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএনএসআইআর এর সিনিঃ সাইন্টিফিক অফিসার ড. অজয় কান্তি মন্ডল। অতিথি হিসাবে আলোচনা উপস্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিঃ সহকারী সচিব সুরমান আলী। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দেব, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল­াহ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে ১৪টি স্টলে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান স্থানীয় ভাবে উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করে। 
সেমিনার শেষে ভেটেরিনারী সার্জন ডাঃ তৌহিদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিমের পরিচালনায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুল পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণির প্রতিযোগিরা ও কলেজ পর্যায়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রতিযোগিরা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়।
 

্রিন্ট

আরও সংবদ