খুলনা | শনিবার | ১৭ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২

আশাশুনিতে বিভিন্ন দাবিতে স্বাস্থ্য সহকারীদের স্মারকলিপি প্রদান

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ১৫ মে ২০২৫


স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৫ তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তি উচ্চতর গ্রেড প্রদানের দাবিতে আশাশুনিতে কর্মরত স্বাস্থ্য সহকারীরা স্বারকলিপি প্রদান করেছেন। 
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তার হাতে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়েছে আমাদের সমমর্যাদার বিভিন্ন দপ্তরে কর্মরত প্রাথমিক শিক্ষক, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সহকারি তহশিলদারগণসহ আরো অনেক দপ্তরের কর্মচারীরা নির্বাহী আদেশে কর্মরত গ্রেড থেকে উচ্চতর গ্রেডে আসীন হয়েছেন। অথচ নিয়োগ বিধি সংশোধন পূর্বক টেকনিক্যাল পদমর্যাদার দাবি/ইনসার্ভিস ট্রেনিং দীর্ঘদিন ধরে আশ্বাসের পর্যায়ে রয়েছে, নিয়োগ বিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিং-এর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এখন সময়ের দাবি। স্মারকলিপি প্রদানকালে সংগঠনের আশাশুনি উপজেলা শাখা সভাপতি সাইফুল­াহ হাসান, সহ-সভাপতি সাইফুল­াহ কবির, মুনিরুজ্জামান, সারাবান তহুরা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল, যুগ্ম-সম্পাদক মুহসিন উদ্দীন, কেএম ফুলমিয়া, সাংগঠনিক সম্পাদক গাউছুল আজমসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

্রিন্ট

আরও সংবদ