খুলনা | শুক্রবার | ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২

অভয়নগরে ব্র্যাক কর্মকর্তাদের কাছে ঋণ গ্রহীতা লাঞ্চিত

অভয়নগর প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ১৫ মে ২০২৫


অভয়নগরে এনজিও ব্র্যাকের সিংগাড়ী ও তালতলা এরিয়া অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে শাহাজাহান নামে এক ঋণ গ্রহীতাকে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার শংকরপাশা খেয়াঘাট সংলগ্ন ভুক্তভোগীর ব্যবসা প্রতিষ্ঠানে ঘটনাটি ঘটে। 
জানা গেছে, উপজেলার শংকরপাশা গ্রামের মোঃ শাহাজাহান খান ব্র্যাক সিংগাড়ী বাজার শাখা থেকে কয়লার ব্যবসার জন্য গত ৩ ডিসেম্বর ২০২৪ একবছর মেয়াদি ৭ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। যা ১২ টি কিস্তির মাধ্যমে পরিশোধ করার শর্ত থাকে। ভুক্তভোগী শাহাজাহান ৪ টা কিস্তি পরিশোধের পর তার ব্যবসায়ীক পার্টনার ব্যবসার সমুদয় টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। ফলে শাহাজাহান পড়ে যায় বিপাকে। তার সহায় সম্বল বলতে গ্রামে ১০ কাঠা জমি আছে। যে কারণে ভুক্তভোগী ওই জমি বিক্রি করে ব্র্যাক অফিসের পাওনা বকেয়া টাকা ডিসেম্বর মাসে এককালীন পরিশোধ করার জন্য ব্র্যাক অফিসের ম্যানেজার বরাবর গত ৫ মে একটি লিখিত আবেদন করেন। কিন্তু ব্র্যাক কর্মকর্তারা লিখিত আবেদনের কোন কর্ণপাত না করে ঋণ গ্রহীতাকে বিভিন্ন সময় হুমকিসহ নানাভাবে হয়রানি করছে বলে অভিযোগ। 
ভুক্তভোগী শাহাজাহান বলেন, ১৩ মে বিকালে সিংগাড়ী অফিস ও তালতলা এরিয়া অফিসের কর্মকর্তারা শংকরপাশায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমাকে বলে এই মুহূর্তে ঋণের সমুদয় টাকা পরিশোধ করতে হবে অন্যথায় পুলিশ দিয়ে ধরে নিয়ে জেলে পাঠানোর হুমকি দেয়। তারা বিভিন্ন ভাবে আমাকে গালিগালাজসহ লাঞ্চিত করতে থাকে। পরে বাজারের লোকজন জড়ো হতে দেখে হুমকি দিয়ে চলে যায়। আমি ঋণ নিয়েছি যে করে হোক মেয়াদ শেষ হওয়ার আগে পরিশোধ করে দিবো। কিন্তু তাদের অত্যাচারে আমি দিশেহারা হয়ে পড়েছি। 
এবিষয়ে অভয়নগর সিগাড়ী ব্র্যাক অফিসের ম্যানেজার মহিমা বেগম বলেন আমরা আবেদন গ্রহণ করেছি কিন্তু ওই আবেদন আমরা মানিনা, ঋণ দিয়েছি টাকা পরিশোধ করতে হবে। কোন সময় আমরা দিতে পারবো না। তালতলা ব্র্যাক এনজিও’র এরিয়া ম্যানেজার মোঃ কামাল হোসেন বলেন আমাদের এমন কোন নিয়ম নেই, আমরা কোন সময় বাড়াতে পারবো না। ঋণগ্রহীতা শাহাজাহান টাকা নিয়েছে, নিয়ম মোতাবেক টাকা পরিশোধ করতে হবে। আমরা সময় দিতে পারবোনা।

 

্রিন্ট

আরও সংবদ