খুলনা | শনিবার | ১৭ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২

শরণখোলায় পরীক্ষার ভেন্যু পরিবর্তনের প্রতিবাদে আন্দোলনে শিক্ষার্থীরা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি |
১১:৪৪ পি.এম | ১৫ মে ২০২৫


বাগেরহাটের শরণখোলা থেকে এইচএসসি পরীক্ষার ভেন্যু পরিবর্তন করে ২২ কিলোমিটার দূরে মোরেলগঞ্জ উপজেলায় স্থানান্তর করায় চরম ক্ষোভ দেখা দিয়েছে পরীক্ষার্থীদের মাঝে। বোর্ডের এমন অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে এবং শরণখোলা সরকারি কলেজে ভেন্যু পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছেন পরীক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা। 
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে প্রায় দুই ঘন্টা শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এসময় কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকশ করে নানা স্লোগান দিতে থাকেন তারা। 
কর্মসূচী চলাকালে পরীক্ষার্থী অন্তরা আক্তার, রিতু আক্তার, মাহবুব শিকদার, সিয়াম, উজ্জল, হাসিব ও নাহিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দাবি একটাই, শরণখোলা সরকারি কলেজে ভেন্যু ফেরৎ চাই। ২২ কিলোমিটার দূরে মোরেলগঞ্জ উপজেলায় গিয়ে কোনোভাবে পরীক্ষা দেওয়া সম্ভন না। দ্রুত দাবি না মানা হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের মাধ্যমে পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হবে। 
শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলেেন যুক্ত হন শরণখোলা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মামুন গাজী, ছাত্রদল নেতা ইব্রাহীম আকন, সাবিক্ষর হোসেন ও কলেজ ছাত্রদলের আহবায়ক বায়জিদ হোসেন। তারা বলেন, শরণখোলা থেকে মোরেলগঞ্জে লোকাল পরিবহনের কোনো বাস চলাচল করেনা। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হবে। তাছাড়া পরীক্ষা যখন শুরু হবে (২৬ জুন) তখন বর্ষা মৌসুম। এতে আরে ভোগান্তিতে পড়তে হবে পরীক্ষার্থীদের। এসব সমস্যার কথা বিবেচনা করে শরণখোলা সরকারি কলেজে ভেন্যু বহাল রাখার দাবি জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। 
ভেন্যু পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল আলম ফকির শিক্ষার্থীদের আন্দেলন যৌক্তিক দাবি করে বলেন, এবছর আমার কলেজে ৩৭০ জন পরীক্ষার্থী। এর মধ্যে বেশির ভাগ হচ্ছে মেয়ে পরীক্ষার্থী। পরীক্ষার সময় একেতো বর্ষা, দ্বিতীয়ত যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় দীর্ঘ ২২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছেলে-মেয়েদের পক্ষে পরীক্ষা দেওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে ভেন্যু বহাল রাখার দাবি জানানো হয়েছে। তিনি জানিয়েছেন (বোর্ড চেয়ারম্যান) এভাবে ৪২টি কলেজের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। তবে বিশেষ কারণে কোনো ভেন্যু বহাল রাখা হলে শরণখোলার বিষয়টিও বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেছে বোর্ড কর্তৃপক্ষ।  
এব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহ বলেন, সরকারি সিদ্ধান্তে ভেন্যু পরিবর্তন করা হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়টি উধর্ক্ষতন কর্তৃপক্ষকে জানানো হবে।

 

্রিন্ট

আরও সংবদ