খুলনা | শনিবার | ১৭ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ডুমুরিয়ায় বিষাক্ত ঘাস খেয়ে কৃষকের ৩টি গরুর মৃত্যু

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৫১ পি.এম | ১৫ মে ২০২৫


বিষাক্ত ঘাস খেয়ে ডুমুরিয়া উপজেলার গজেন্দ্রপুর গ্রামের দিনমজুর গুরুচাঁদ গাইনের (৪৫) তিনটি গরু মারা গেছে। গত বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। 
এলাকাবাসী জানায় দিনমজুর গুরুচাঁদ গাইন ৫টি গরু লালন পালন করছিলেন। গো-খাদ্যের চড়া মূল্যের কারণে তিনি বিল থেকে ঘাস সংগ্রহ করে গরুগুলোর খাবার যোগান দিতেন। বুধবার বিকেলে বিলের মাঠ থেকে ঘাস কেটে এনে তাদের খেতে দেয়, খাবার খাওয়ার এক পর্যায় ৪টি গরু অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ৩টি গরু মারা যায়। যার মূল্য আড়াই লাখ টাকা। স্থানীয় পশু চিকিৎসক চিরঞ্জিত জানান বিষাক্ত ঘাস খেয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 

্রিন্ট

আরও সংবদ