খুলনা | শুক্রবার | ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২

কেশবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কেশবপুর প্রতিনিধি |
১১:৫৫ পি.এম | ১৫ মে ২০২৫


যশোরের কেশবপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন যশোর জেলা প্রশাসক। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শরীফ নেওয়াজ। শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোক্তার আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, ইসলামী আন্দোলন উপজেলা সেক্রেটারি আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান, ক্রীড়া সংস্থার সদস্য জাহিদ হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন, মাশফী চৌধুরী অরিন প্রমুখ।
সভায় বক্তারা কেশবপুরে মাদক নিয়ন্ত্রণে অভিযান, বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, জলাবদ্ধ সমস্যা সমাধানে ব্যবস্থা, শহরের ত্রিমোহিনী মোড়ে যানজট নিরসনে ব্যবস্থা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের জন্য ড্রাইভার নিয়োগ, কেশবপুর-পাঁজিয়া সড়ক দ্রুত সংস্কার, খেলাধুলাসহ এ উপজেলার সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য দেন। জেলা প্রশাসক সকল বিষয় শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

 

্রিন্ট

আরও সংবদ