খুলনা | শুক্রবার | ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২

খুলনায় বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

খবর বিজ্ঞপ্তি |
১২:১৪ এ.এম | ১৬ মে ২০২৫


মানবিক করিডোর প্রদানের প্রস্তাব বাতিল, নিউমুরিং কন্টিনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে লীজ প্রদান বন্ধ, কুয়েতের অস্ত্র সরজাম তৈরির কারখানার অনুমতি প্রদানের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে খুলনায় বৃহস্পতিবার বিকেল ৫টায় পিকচার প্যালেস মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। 
খুলনা জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবি খুলনা জেলা কমিটির সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে ও সিপিবি খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এ রশীদের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন বাসদের খুলনা জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আনিসুর রহমান মিঠু। উপস্থিত ছিলেন সিপিবি খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সহকারী সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, নগর সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, মিজানুর রহমান বাবু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক ডাঃ সমরেশ রায়, গাজী নওশের আলী, বাসদের আব্দুল করিম, এড. সঞ্জিত মন্ডলসহ জোটের নেতৃবৃন্দ।   

্রিন্ট

আরও সংবদ