খুলনা | শুক্রবার | ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২

খুবিতে আইকিউএসি’র উদ্যোগে প্রশিক্ষণ

খবর বিজ্ঞপ্তি |
১২:১৮ এ.এম | ১৬ মে ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘কোয়ালিটেটিভ, কোয়ান্টেটিভ এন্ড মিক্সড-মেথড রিসার্চ অ্যাপ্রোচেস’ শীর্ষক এক প্রশিক্ষণ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। 
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। আরও বক্তৃতা করেন কর্মশালার টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নবীউল ইসলাম খান ও গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস। 
বক্তারা বলেন, রিসার্চ বা গবেষণার কোনো বিকল্প নেই। একটি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির মূল স্তম্ভই হলো গবেষণা। আমাদের গবেষণাকে হতে হবে গুণগতমানসম্পন্ন, বাস্তবভিত্তিক এবং প্রাসঙ্গিক। এজন্য ইনডিজেনাস রিসোর্স বা দেশীয় সম্পদকে কাজে লাগিয়ে গবেষণা করতে হবে, যাতে সমাজের প্রকৃত চাহিদা ও সমস্যা তুলে ধরা যায়।
বক্তারা আরও বলেন, শুধু তথ্য সংগ্রহ নয়, তথ্য বিশ্লেষণ ও প্রাসঙ্গিক ব্যাখ্যার দিকেও মনোযোগ দিতে হবে। পরিসংখ্যানগত এবং গাণিতিক বিশ্লেষণের ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে গবেষণা টিম গঠনের মাধ্যমে দলগত গবেষণার সংস্কৃতি গড়ে তুলতে হবে, যাতে বেশি কার্যকর ও টেকসই ফলাফল অর্জন করা সম্ভব হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নবীউল ইসলাম খান, গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দিন। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী। এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের স্নাতক ও স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণির প্রায় দুইশ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
 

্রিন্ট

আরও সংবদ