খুলনা | শুক্রবার | ২০ জুন ২০২৫ | ৬ আষাঢ় ১৪৩২

যশোরে প্রতারণার অভিযোগ : বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান জরিমানা

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৬ এ.এম | ১৬ মে ২০২৫


যশোরে নীতিমালা লঙ্ঘন ও গ্রাহক প্রতারণার অভিযোগে চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে সিভিল সার্জন ও জেলা প্রশাসন।
বৃহস্পতিবার পরিচালিত অভিযানে পিয়ারলেস ডায়াগনস্টিক ও জনতা হাসপাতালকে ৫০ হাজার করে, ডিএনএ ডায়াগনস্টিককে ৩০ হাজার এবং সিএমসি ডায়াগনস্টিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগ রয়েছে, পিয়ারলেস ও ডিএনএ সেন্টারে টেকনিশিয়ানরা চিকিৎসকের অনুপস্থিতিতে রিপোর্টে স্বাক্ষর করতেন। জনতা হাসপাতালে ৪ বছর মেয়াদোত্তীর্ণ ওষুধ মেলে, যা অপারেশন থিয়েটারে ব্যবহারের জন্য রাখা হয়েছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিহির দায়ান আমিন জানান, ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী জরিমানা আদায় করা হয়েছে এবং জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
 

্রিন্ট

আরও সংবদ