খুলনা | শুক্রবার | ২০ জুন ২০২৫ | ৬ আষাঢ় ১৪৩২

শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে নৈশ প্রহরীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি |
১২:২৭ এ.এম | ১৬ মে ২০২৫


যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব হাসান (৩০) নামে একজন নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার লক্ষণপুর দারুল হাদিস দাখিল মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হাসান লক্ষনপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের রফিউদ্দিনের ছেলে। সে লক্ষনপুর দারুল হাদিস দাখিল মাদ্রাসায় নৈশ প্রহরীর কাজ করতো।
শিক্ষক ইদ্রিস আলী ও শিক্ষার্থীরা জানান মাদ্রাসার নীচ তলার একটি শ্রেণি কক্ষে কয়েক দিন ধরে একটি সিলিং ফ্যান নষ্ট হয়ে রয়েছে। সে ওই সিলিং ফ্যানটি ঠিকঠাক করে লাগাতে যায়। এক পর্যায়ে বোর্ড থেকে সুইচ বন্ধ না করে ফ্যানের সাথে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তার স্পর্শে অসচেতনতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান। এসময় শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওহাব নৈশ প্রহরী রাকিব হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

্রিন্ট

আরও সংবদ