খুলনা | শুক্রবার | ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ড্রাম ভরা দুর্গন্ধযুক্ত গরুর নাড়িভুঁড়ি উদ্ধার

তেরখাদায় সাহেবের হোটেলে যৌথবাহিনীর অভিযান

তেরখাদা প্রতিনিধি |
১২:২৭ এ.এম | ১৬ মে ২০২৫


তেরখাদা উপজেলা সদরের কাটেঙ্গা বাজারের থানার সামনে অবস্থিত ‘সাহেবের হোটেল’ নামে পরিচিত একটি খাবার হোটেলে দীর্ঘদিন ধরে মরা গরুর মাংস ও পচা নাড়ী-ভুঁড়ি রান্না করে ভোক্তাদের পরিবেশন করা হচ্ছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি মিস আখি শেখ, স্যানেটারি ইন্সপেক্টর মোঃ জুয়েল রানা, থানা পুলিশ এবং যৌথ বাহিনীর অভিযানে হোটেলটির অস্বাস্থ্যকর ও ন্যাক্কারজনক কার্যকলাপ ফাঁস হয়। অভিযানের সময় হোটেল থেকে ড্রাম ভরা পচা ভুঁড়ি, দুর্গন্ধযুক্ত মাংস ও রান্নার উপযোগী নয় এমন উপকরণ উদ্ধার করা হয়। সর্বশেষ হোটেল মালিককে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানিয়েছেন বহুদিন ধরেই এই হোটেলটির খাবার নিয়ে সন্দেহ ছিল। অনেক মানুষ খাওয়ার পর অসুস্থও হয়েছেন, কিন্তু হোটেলটির বিরুদ্ধে প্রশাসনিক কোনো কার্যক্রম দেখা যায়নি এতদিন। আজকের অভিযান প্রকাশ্যে আসার পর এলাকা জুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
স্থানীয় একজন বলেন “আমরা পরিবার নিয়ে এই হোটেলে খেয়েছি বহুবার। জানতামই না কী খাওয়াচ্ছে। আজকের পর বোঝা গেল এই লোক আমাদের সঙ্গে কী ভয়ানক প্রতারণা করেছে।” ভোক্তাদের অভিযোগ হোটেল মালিক দীর্ঘদিন ধরে অসৎ উপায়ে ব্যবসা করে গেছেন এবং এর ফলে বহু মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন। তারা হোটেলটি স্থায়ীভাবে বন্ধ করা এবং দোষী মালিককে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মিস আখি শেখ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং ফৌজদারি আইনে সতর্কতা মূলক ১০০০০ (দশ) হাজার টাকা জরিমানা করেন এবং এ সময় তিনি বলেন, অত্র বাজারে যে সকল অসাধু ব্যবসায়ী আছেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

্রিন্ট

আরও সংবদ