খুলনা | শুক্রবার | ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২

নগরীতে শিশুকে ধর্ষণের পর লুকিয়ে রাখা হয় ড্রামে, ধর্ষক যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক |
০২:১১ এ.এম | ১৬ মে ২০২৫


নগরীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানির ভয়ে ওই ছাত্রীকে ড্রামে লুকিয়ে রাখে মামুন নামের অভিযুক্ত ধর্ষক। বুধবার সন্ধ্যায় নগরীর নতুন বাজার চর এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেন। দুপুরে মামুনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে নির্যাতিত শিশুটির জবানবন্দি নিয়েছে আদালত। 
এজাহার সূত্রে জানা গেছে, নির্যাতনে শিকার হওয়া ওই শিশুটি নগরীর কয়লাঘাট কাগজীবাড়ি রোডস্থ একটি স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী। আসামি মামুন এবং শিশুটি নতুন বাজার মোশারফ গলির বাসিন্দা ও পাশাপাশি বসবাস করে। বুধবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে মামুন ওই শিশুটিকে দোকান থেকে চা এবং রুটি ক্রয় করতে বলে। তার কথা অনুযায়ী শিশুটি দোকান থেকে চা-রুটি নিয়ে মামুনের বাসায় নিয়ে আসে। এর কিছুক্ষণ পর কোথাও খুঁজে না পেয়ে ওই শিশুটির মা খুজতে মামুনের বাসায় আসে। জানতে চাইলে সে কোন উত্তর না করেই শিশুটির মায়ের সাথে মারমুখী আচারণ করে। একপর্যায়ে মামুনের শয়নকক্ষে রাখ চালের ড্রাম থেকে শিশুটি ‘মা’ বলে ডাকতে থাকে এবং চালের ড্রামের মধ্যে থেকে শিশুটিকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালের ওসিসি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসা দেওয়ার পর কিছুটা সুস্থ হলে মায়ের কাছে বলে ঘটনা খুলে বলে শিশুটি। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামুনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন।
খুলনা থানার এস আই শহিদ বলেন, রাতে নির্যাতনকারী মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে, যার নং ২৩। ধর্ষণের আলামত প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি কর্তৃপক্ষ সবকিছু সংগ্রহ করা হয়েছে। তবে ডিএনএ রিপোর্টে সবকিছু পরিস্কার হয়ে যাবে। 
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কন্যা শিশুটি খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক সুমাইয়া কাওসারের কাছে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। পরে আসামি মামুনকে কারাগারে প্রেরণ করা হয়।

্রিন্ট

আরও সংবদ