খুলনা | শনিবার | ১৭ মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

রামপালে মুক্তিযোদ্ধা পরিবারে চেতনানাশক খাইয়ে টাকা ও স্বর্ণালঙ্কার লুট, অসুস্থ ৩

রামপাল প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ১৬ মে ২০২৫


রামপালে খাবারের ভেতর চেতনানাশক খাইয়ে মুক্তিযোদ্ধা আঃ মান্নানসহ তার পরিবারের সদস্যদের অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অসুস্থ তিন সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় রামপাল থানায় কোন অভিযোগ হয়নি।
জানা গেছে উপজেলার ঝনঝনিয়া গ্রামের সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা সেখ আঃ মান্নান (৭৩), তার স্ত্রী মমতাজ বেগম (৬০) ও ছেলে সেখ তানভীর ইসলাম (৩৫) গত বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মান্নানের মেয়ে ডায়না বাড়িতে মায়ের কাছে ফোন দেন। তিনি ফোন না ধরায় পিতা মান্নানকে ফোন দেন। কেউ ফোন না ধরায় তার সন্দেহ হয়। এ সময় তিনি বাড়িতে এসে দেখেন ঘরের দরজা জানালা সব খোলা। এ সময় পিতা, মাতা ও ভাইকে অজ্ঞান অবস্থায় দেখে ডাক চিৎকার দিলে পাশের বাড়ির লোকজন ছুটে এসে দ্রুত সবাইকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে আঃ মান্নান ও তার স্ত্রী মমতাজের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ছেলে তানভীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা ঘরে থাকা ৫০ হাজার টাকা ও ৪০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। আঃ মান্নানের বড় ছেলে সেখ মানঞ্জুরুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পরিবারের সদস্যদের চিকিৎসার কারণে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ করা হয়নি।

 

্রিন্ট

আরও সংবদ