খুলনা | শনিবার | ১৭ মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বাগেরহাটে শহিদ জিয়া স্মৃতি সংসদের পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১১:৪৫ পি.এম | ১৬ মে ২০২৫


শহিদ জিয়া স্মৃতি সংসদ বাগেরহাট জেলা কমিটির পরিচিতি সভা শুক্রবার বিকেলে খানজাহান আলী (রহঃ) এর মাজার সংলগ্ন ‘পর্যটন মোটেল এ্যান্ড ইয়ুথ ইন’ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শহিদ জিয়া স্মৃতি সংসদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান খোকন।
বাগেরহাট জেলা শাখার আহবায়ক মোঃ আঃ কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদস্য সচিব মোঃ শামীম হাসান সাহেব, সদর উপজেলার আহবায়ক এড. শেখ আব্দুল কবির, শেখ কবির, মলি­ক হাফিজুর রহমান তারেক, শেখ তরিকুল ইসলাম, মোল­া সালাউদ্দিন, মলি­ক জাহাঙ্গীর, খান হায়দার আলী, মসিউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের গণমানুষের মুক্তির জন্য বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তার আদর্শে বিশ্বাসী হয়ে আমরা বিএনপি করি। তার আদর্শে মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং তারেক রহমানকে একটি শক্তিশালী সংগঠন উপহার দিতে শহিদ জিয়া স্মৃতি সংসদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান বক্তারা। স্বল্প সময়ের মধ্যে বাগেরহাট জেলার প্রতিটি উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান আয়োজকরা।

্রিন্ট

আরও সংবদ