খুলনা | শনিবার | ১৭ মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লীগের উদ্বোধন আজ

খবর বিজ্ঞপ্তি |
১২:০৭ এ.এম | ১৭ মে ২০২৫


‘তারুণ্যের উৎসব ২০২৫-এর ‘ইউসিবি বাফুফে অ-১৫ ফুটবল লীগ’ খুলনা-২ জোন-এর উদ্বোধন আজ শনিবার। খুলনা জেলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাইফুল ইসলাম।     
জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল­া খায়রুল ইসলাম। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে খুলনা জেলা দল ও বাগেরহাট জেলা দল। বিকেল ৪টায় দ্বিতীয় ম্যাচে প্রতিদ্ব›িদ্বতা করবে যশোর ও কুষ্টিয়া। লীগে খুলনা বিভাগের ৫টি জেলা খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া অংশগ্রহণ করেছে।     
 

্রিন্ট

আরও সংবদ