খুলনা | শনিবার | ১৭ মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

কয়রা-বেতগ্রাম আঞ্চলিক মহাসড়ক উন্নয়নের নামে হরিলুটের সাথে জড়িতদের শাস্তির দাবি বৃহত্তর আমরা খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি |
১২:১৪ এ.এম | ১৭ মে ২০২৫


কয়রা-বেতগ্রাম আঞ্চলিক মহাসড়কটি উন্নয়নের নামে জনভোগান্তি ও হরিলুটের প্রতিবাদে শুক্রবার সকাল ১০টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয় সংগঠন সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজার পরিচালনায় প্রতিবাদ সভায় বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহাবুব খোকন বলেন, কয়রা-বেতগ্রাম আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন ও সংস্কার লক্ষে খুলনা সড়ক ও জনপথ ২০২০ সালে ১ জানুয়ারি ৩৩৯ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার টাকা মূল্যে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোজাহার এন্টারপ্রাইজকে কার্যাদেশ প্রদান করে। পাঁচ প্যাকেজে বিভক্ত এ প্রকল্পের মূল কাজ ছিল ৬৪ কিলোমিটার সড়কটি মজবুত, ঝুঁকিপূর্ণ ৩৪টি বাক সরলীকরণ এ ছাড়া (১০০) একশত মিটার নদী শাসন তবে এখন ও পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান নিদিষ্ট কোন কাজই শেষ করতে পারেনি। 
বক্তারা আরও বলা হয় ৩৪টি বাক সরলীকরণ কাজ অসামাপ্ত রেখে, কিছু কিছু স্থানে কার্পেটিং কাজ করে, যা নির্মাণ শেষ হতে না হতেই ঢালাই উঠে বড় বড় গর্ত হওয়ায় সড়কের দুই পার্শ্বে গাইডওয়াল প্যালাসাইডিং,ও মাটির চাপে বেকে যাচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে, দুই (২) তিন (৩) কিলোমিটার পরপর যান চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে চালকদের। বিশেষ করে এই দুর্ভোগ বর্ষা মৌসুমে কয়েক গুণ বেড়ে যায়, এবং স্কুল কলেজ গামি ছাত্র/ ছাত্রি, সাধারণ পথচারি ও যানবাহন মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অথচ ২ বছর মেয়াদী কাজটি ৩০ জুন ২০২২ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলে ও তা তো হয়নি, উপরন্ত গত সাড়ে চার বছর শুধু খোঁড়াখুঁড়ির মধ্যে সীমাবদ্ধ। দৃশ্যমান কোনো কাজ না হলেও প্রাক্কলিত ব্যয় ৩৩৯ কোটি (৫৮)লাখ ৪৭ হাজার থেকে, বেড়ে ৩৭৯ কোটি ৪৮লাখ ১০ হাজারে দাঁড়িয়েছে। ঠিকাদার ইতোমধ্যে প্রায় দুইশ’ (২০০) কোটি টাকা উঠিয়ে নেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা আরো বলেন,  উন্নয়নের নামে দীর্ঘ দিন সড়কটি ফেলে রেখে জন ভোগান্তি সৃষ্টি না করে দ্রুত সড়কটি বর্ষার পূর্বেই  সংস্কার ও মেরামত ককরতে হবে। 
সভায় হরিলুটের সাথে জড়িতদের চিহ্নিত করে সঠিক তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানান।
সভায় বক্তৃতা করেন করেন ও উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ আঃ সালাম, মোঃ জামাল মোড়ল, জি এম মহিউদ্দিন, শেখ হেদায়েত হোসেন হেদু, অ্যাড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মোঃ কামরুল ইসলাম কামু, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ হামিদুল হক, নিয়াজ আহমেদ তুহিন, শেখ মোহাম্মাদ আলী, এম এ জলিল, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, কাওসারি জাহান মঞ্জু, আঃ রাজ্জাক, মোঃ খায়রুল আলম, মোঃ ইকবাল হোসেন তোকা, আঃ মান্নান মুন্নাফ, শেখ শহিদুল ইসলাম মোঃ সবুজুল ইসলাম সবুজ, আরিফা আশরাফি চুমকি, মোঃ জয়নাল আবেদিন, ডাঃ মাহফিজুর রহমান বাচ্চু, মোঃ তারেক রহমান, মোঃ মাহাবুবুর রহমান, জাভেদ আক্তার, মোঃ মনিরুজ্জামান মিলন, লিটন মিত্র, মোঃ মামুন অর রশিদ, মোঃ মাসুদ হোসেন মোঃ আবু বক্কার মোঃ আজমল হোসেন প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ