খুলনা | সোমবার | ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

পিএসএল খেলতে পাকিস্তানে সাকিব, মাঠে নামবেন কবে?

ক্রীড়া প্রতিবেদক |
০১:৩৩ পি.এম | ১৭ মে ২০২৫


লম্বা সময় ধরে ক্রিকেটের মাঠে নেই সাকিব আল হাসান। তবে প্রায় ছয় মাসের দীর্ঘ বিরতি শেষে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন তিনি। ইতোমধ্যে তিনি ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডেও যোগ দিয়েছেন তিনি।

পিএসএলে লাহোরের হয়ে এর আগেও একবার খেলেছেন সাকিব। এবার দ্বিতীয়বারের মত নাম লিখিয়েছেন তিনি। কালান্দার্স দলে যুক্ত ছিলেন আরেক বাংলাদেশি, তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনও। লিগে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে আছে লাহোর।

তাদের লিগ পর্বের আর মাত্র একটি ম্যাচ বাকি ১৮ মে রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমির বিপক্ষে। এই ম্যাচে জয় পেলে প্লে-অফে জায়গা পাবে দলটি। লাহোর যদি প্লে অফে জায়গা পায় তাহলে ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে জায়গা পেলে আরও কয়েক ম্যাচে মাঠে দেখা যেতে পারে সাকিবকে।

সাকিব লাহোরে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডেরিল মিচেলের বদলি হিসেবে। স্থগিত হওয়ার পর আইপিএলের বাকি অংশে খেলতে আর আসছেন না মিচেল। ইতোমধ্যেই লাহোরের স্কোয়াডে যোগ দিয়েছেন সাকিব।

সামাজিওমাধ্যমে দেওয়া এক পোস্টে লাহোর জানিয়েছে, ‘কুশল পেরেরা, সাকিব আল হাসান ও ভানুকা রাজাপাকশে ইসলামাবাদে পৌঁছেছেন এবং তারা তাদের কাজ সম্পন্ন করার ব্যাপারে বেশ মনোযোগী। বিদেশি কালান্দার্সরা এসে গেছে এবং পিএসএলের বাকি অংশে আলো ছড়াতে প্রস্তুত।’

্রিন্ট

আরও সংবদ