খুলনা | সোমবার | ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বিয়ে নয়, লিভ ইন করছেন সামান্থা!

খবর বিনোদন |
০১:৪৯ পি.এম | ১৭ মে ২০২৫


প্রাক্তন নাগা চৈতন্য ব্যস্ত স্ত্রী শোভিতা ধুলিপালাকে নিয়ে। অন্যদিকে সামান্থা রুথ প্রভুও বসে নেই। গুঞ্জন চলছে দক্ষিণী এই তারকা নতুন প্রেমে মজেছেন। এবার শোনা যাচ্ছে, প্রেমিকের সঙ্গে লিভ ইন করছেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রেমিক রাজ নিদিমারুর সঙ্গে সামান্থার লিভ ইনের তথ্যটি দিয়েছে নায়িকার ঘনিষ্ঠ এক সূত্র। সূত্রের কথায়, “সামান্থা ও রাজ এবার একসঙ্গে থাকার পরিকল্পনা করেছেন। তার জন্য বাড়ি খোঁজাও শুরু করে দিয়েছেন তারা। তাদের একত্রবাস করার ইচ্ছা ছিল। সেই দিকেই তারা এগোচ্ছেন।”

সামান্থার মতো রাজও ঘর ভাঙা পাখি। এর আগে তিনি ঘর বেঁধেছিলেন  শ্যামলী দে নামে এক সহ-পরিচালকের সঙ্গে। তবে বঙ্গললনা শ্যামলীর সঙ্গে সে ঘর টেকেনি। ২০২২ সালে বিচ্ছেদ হয় তাদের।

সামান্থার সঙ্গে রাজের ঘনিষ্ঠতা বাড়ে  ‘সিটাডেল হানি বানি’-তে কাজ করার সময়। তারপর থেকেই মাথাচাড়া দেয় গুঞ্জন। তবে তারা দুজনেই নীরব ছিলেন। এমনকি লিভ ইনের গুঞ্জন উঠলেও মুখ খোলেননি।

২০১৭ সালে রূপকথার বিয়েতে সাত পাকে বাঁধা পড়েছিলেন সামান্থা ও নাগা চৈতন্য। হিন্দু মতে দুই তারকার বিয়ে তো হয়েছিলই। পরে খ্রিস্টান মতেও বিয়ে হয় তাদের। সামান্থা সোশ্যাল মিডিয়ায় পদবী বদলে আক্কিনেনি করার সঙ্গে সঙ্গে নেটপাড়ায় ঝড় ওঠে। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয়নি। এবার হয়তো সুখের খোঁজে রাজের হাতে নিজেকে সঁপে দিচ্ছেন সামান্থা। 

্রিন্ট

আরও সংবদ