খুলনা | সোমবার | ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ভিসা জটিলতা কাটিয়ে বাংলাদেশ দলে যোগ দিলেন রিশাদ-রানা

ক্রীড়া প্রতিবেদক |
০৩:১৮ পি.এম | ১৭ মে ২০২৫


সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে তিনদিন আগে দেশটিতে পা রেখেছিল বাংলাদেশ দল। তবে বিমানবন্দর এলাকাতেই অপেক্ষা করতে হয়েছে নাহিদ রানা ও রিশাদ হোসেনকে। তারা এতদিন ভিসা সংক্রান্ত জটিলতায় আটকে ছিলেন। সেই সমস্যা কাটিয়ে অবশেষে বাংলাদেশ দলে যোগ দিলেন রিশাদ-রানা।

গতকাল (শুক্রবার) রাতে বাংলাদেশের মূল স্কোয়াডের সঙ্গে যোগ দেন তারা। এর আগে ভিসা জটিলতা থাকায় দুই ক্রিকেটার এয়ারপোর্টের পাশেই একটি হোটেলে ছিলেন। সেই জটিলতা কাটিয়ে যোগ দিয়েছেন দলের সঙ্গে। সবকিছু ঠিক থাকলে রিশাদ-রানাকে আজ (শনিবার) একাদশেও দেখা যেতে পারে।

এর আগে রিশাদ-রানা পিএসএল স্থগিত হওয়ার পর দুবাই বিমানবন্দর হয়েই বাংলাদেশে ফিরেছিলেন। কয়েকদিনের ব্যবধানে তারা সেই ভূমিতে পা রেখেছেন আন্তর্জাতিক সিরিজ খেলতে। তবে এই দফায় দুই টাইগার ক্রিকেটারকে কিছুটা ভোগান্তিতেই পড়তে হলো। আজ থেকে শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে যাওয়া সেই ম্যাচের আগেই অবশ্য দলে যুক্ত হন রিশাদ-রানা।

এখন পর্যন্ত আমিরাতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, যার সবগুলোতেই তারা জয় পেয়েছে। হয়তো বাংলাদেশের মতো আইসিসির দীর্ঘকালের পূর্ণ সদস্য দেশের জন্য এটি বড় কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটীয় ফল খুব একটা স্বস্তিকর নয় বলে পুরোনো পরিসংখ্যান আলোচনায় আসছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন শেষে টাইগাররা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছিল। যেখানে হেরেছে একটিতে।  

্রিন্ট

আরও সংবদ