খুলনা | সোমবার | ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নগরীতে ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লীগের উদ্বোধন

উদ্বোধনী ম্যাচে খুলনার বড় জয় যশোর হারিয়েছে নড়াইলকে

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৬ এ.এম | ১৮ মে ২০২৫


‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর ‘ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ ফুটবল লীগ’ খুলনা-২ জোনের উদ্বোধনী ম্যাচে খুলনা অনূর্ধ্ব-১৫ ফুটবল দল ৪-০ গোলে হারিয়েছে বাগেরহাট অনূর্ধ্ব-১৫ ফুটবল দলকে। দিনের অন্য ম্যাচে যশোর অনূর্ধ্ব-১৫ ফুটবল দল ২-১ গোলে হারিয়েছে নড়াইল অনূর্ধ্ব-১৫ ফুটবল দলকে।  
শনিবার দুপুর দেড়টায় খুলনা জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়  খুলনা অনূর্ধ্ব-১৫ ফুটবল দল বনাম বাগেরহাট অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। খেলায় খুলনা ৪-০ গোলে বাগেরহাটকে পরাজিত করে। দলের পক্ষে জোড়া গোল করেন ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় সাজ্জাদ হোসেন সনি। একটি করে গোল করেন তামিম ও আবিদ হাসান। সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাজ্জাদ হোসেন সনি। তাকে ক্রেস্ট প্রদান  করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় দস্তগীর হোসেন নিরা। খুলনা দলের ম্যানেজার ছিলেন বাবুল হোসেন বাবলা এবং কোচ এর দায়িত্ব পালন করেন মনির শেখ ও ইমরোজ চৌধুরী।     
বিকেল ৪টায় দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্ব›িদ্বতা করে যশোর অনূর্ধ্ব-১৫ ফুটবল দল বনাম নড়াইল অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। খেলায় যশোর ২-১ গোলে নড়াইলকে পরাজিত করে। যশোরের প্রথম গোলটি করেন ২নং জার্সি পরিহিত খেলোয়াড় নিশান এবং দ্বিতীয় গোল আসে টগর আলীর পা থেকে। নড়াইলের পক্ষে একটি গোল পরিশোধ করেন ২নং জার্সি পরিহিত খেলোয়াড় অনিক সরদার। সেরা খেলোয়াড় নির্বাচিত হন নড়াইলের গোলকিপার মোস্তাকিন ব্যাপারী জয়। তাকে ক্রেস্ট প্রদান করেন বিকেএসপি’র প্রশিক্ষক ইমরুল হাসান। খেলায় ধারাভাষ্য প্রদান করেন এডভোকেট প্রজেশ রায় ও দিলিপ বর্মণ।   
এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল­া খায়রুল ইসলাম। জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহ্ আসিফ হোসেন রিংকু, জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এম এ জলিল ও মঈনুল ইসলাম টুটুল। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা রবিউল হাসান, ভেন্যু পরিচালনা কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম তরিক, সদস্য ছোট জাহাঙ্গীর, মোস্তাফিজুর রহমান পলাশ, মিনা মামুন, সাইফুদ্দিন আহমেদ হিমু, ফিরোজ আরেফিন, অহিদুল ইসলাম সেলিম, বাদল, আলমগীর হোসেন আলম, কেএম শহিদুল ইসলাম, মোস্তফা, সামি, রহিম, আশরাফুল আলম, ফারুক, কামাল, দিপু, এজাজ, বাবুল, নাসিম, জিয়া, মুরাদ, সজীব হাওলাদারসহ খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।          
আজ রোববার খেলা বন্ধ থাকবে। আগামীকাল সোমবার (১৯ মে) খুলনা জেলা স্টেডিয়ামে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হবে নড়াইল ও বাগেরহাট এবং বিকেল ৫টায় দ্বিতীয় ম্যাচে প্রতিদ্ব›িদ্বতা করবে খুলনা ও সাতক্ষীরা।   
 

্রিন্ট

আরও সংবদ